Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বাঁশচড়া

এক নজরে ৮নং বাঁশচড়া ইউনিয়ন পরিষদ

ক) ইউনিয়নের নাম – ৮নং বাঁশচড়া ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৩৬.২০ বর্গ কিঃ মিঃ।

গ) লোকসংখ্যা – পুরুষ- ১৫,১০০ জন, মহিলা-১৫,০৭০ জন। মোটঃ ৩০,১৭০ জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা – ১৪ টি।

ঙ) হাট/বাজার সংখ্যা -০৩টি।

চ) ইউনিয়ন ভুমি অফিস- ০১টি।

ছ) কমিউনিটি ক্লিনিক- ০৫টি।

জ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র- ০১টি।

ঝ) যোগাযোগ ব্যবস্থা– উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যমঃ বাস/সিএনজি/অটো রিক্সা।

ঞ) শিক্ষার হার – ৫৫%।

ট) ১। মসজিদঃ ৬৬টি। ২। মাজারঃ ০২টি। ৩। হেফজখানাঃ ০৩টি। ৪। এতিমখানাঃ ০৩টি ৫। আলিয়া মাদ্রাসাঃ ০২টি।

ঠ) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা- ১) সরকারী প্রাথমিক বিদ্যালয়-৬টি, ২) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-০৭টি, ৩) কিন্ডার গার্ডেনঃ ৪টি, ৪) গনশিক্ষাঃ ৭টি,

  ৫) মক্তবঃ ০২টি ৬)কলেজঃ ১টি, ০৭) নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ঃ ০১টি।

ড) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মোঃ গাজিউর রহমান

ঢ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৩৯ইং

ইউনিয়ন পরিষদঃ ০১ জন চেয়ারম্যান

১২জন মেম্বার

০১জন সচিব

১০জন গ্রাম পুলিশ।